চাঁদের কক্ষপথে প্রবেশ করেছে চীনের নভোযান চ্যাং-ই ফাইভ

|

চাঁদের কক্ষপথে প্রবেশ করেছে চীনের নভোযান চ্যাং-ই ফাইভ

চাঁদের কক্ষপথে প্রবেশ করেছে চীনের নভোযান চ্যাং-ই ফাইভ। শনিবার দেশটির ন্যাশনাল স্পেস অ্যাডমিনিস্ট্রেশন জানিয়েছে এ তথ্য।

পৃথিবী থেকে রওয়ানা দেয়ার ১১২ ঘণ্টা পর লক্ষ্যের কাছাকাছি পৌঁছায় নভোযানটি। এ পর্যন্ত কোনো দুর্ঘটনা ছাড়াই পরিচালিত হচ্ছে চ্যাং-ই ফাইভের অভিযান। চাঁদের মাটি স্পর্শের পর এর বিভিন্ন অংশের ছবি তুলে পৃথিবীতে পাঠাবে যানটি। সংগ্রহ করবে চাঁদের মাটি ও পাথরের নমুনা।

গত মঙ্গলবার, ‘লংমার্চ ফাইভ রকেটে’ চেপে রওয়ানা দেয় চ্যাং-ই ফাইভ। যুক্তরাষ্ট্র ও সোভিয়েতের পর, তৃতীয় দেশ হিসেবে এ অভিযান শুরু করলো চীন। সবকিছু ঠিকঠাক থাকলে ডিসেম্বরের মাঝামাঝি পৃথিবীতে ফিরবে চীনা নভোযানটি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply