মাগুরায় জেলা যুবদলের আহবায়কসহ ৪২ জনের নামে মামলা

|

মাগুরা প্রতিনিধিঃ

মাগুরায় গত শুক্রবার রাতে যুবলীগ-যুবদল পাল্টাপাল্টি হামলার ঘটনায় জেলা যুবদলের আহবায়ক ওয়াশিকুর রহমান কল্লোলসহ ৪২ জনের নামে সদর থানায় মামলা হয়েছে। শুক্রবার রাতে হামলার শিকার যুবলীগ কর্মী মারুফ হোসেন রোববার বাদি হয়ে মামলাটি দায়ের করেন।

মামলার বিষয়টি নিশ্চিত করেছেন মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জয়নাল আবেদীন। মামলায় আসামিদের বিরুদ্ধে সহিংসতা ও বিস্ফোরক আইনসহ নানা অভিযোগ আনা হয়েছে বলে জানিয়েছেন সদর থানার ওসি।

জেলা যুবদলের আহবায়ক ওয়াশিকুর রহমান কল্লোল জানান,‘আসন্ন মাগুরা পৌর নির্বাচনে আমি মেয়র প্রার্থী। এ কারণে আমি ও আমার নেতাকর্মীদের নামে মিথ্যা ও হয়রানিমূলক মামলা করা হচ্ছে। শুক্রবারের সহিংসতার সাথে আমাদের কোন সংশ্লিষ্টতা নেই বলে দাবি করেন কল্লোল।

গত শুক্রবার রাতে মাদক কেনা-বেচা ও রাজনৈতিক বিরোধের জেরে পরস্পর বিরোধী হামলায় জেলা যুবলীগ কর্মী মারুফ হোসেন ও যুবদলকর্মী মাহমুদুর রহমান জখম হয়। এরপরই উত্তপ্ত হয়ে উঠে পুরো শহর।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply