করোনা ভ্যাকসিনের অনুমোদন চাইলো মডার্নাও, ৯৪ শতাংশ সফলতার দাবি

|

ফাইজারের পর জরুরি ব্যবহারের জন্য কোভিড নাইনটিনের পরীক্ষামূলক টিকায় অনুমোদন চাইলো আরেক মার্কিন বায়োটেক- মডার্না। যুক্তরাষ্ট্র এবং ইউরোপের ওষুধ নিয়ন্ত্রক সংস্থা বরাবর সোমবার আবেদন করে প্রতিষ্ঠানটি।

মডার্না কর্তৃপক্ষের দাবি, বড় পরিসরের হিউম্যান ট্রায়ালের পূর্ণাঙ্গ ফলে ৯৪ দশমিক ১ শতাংশ কার্যকারিতা দেখিয়েছে তাদের প্রতিষেধকটি। সেইসাথে পুরো পরীক্ষায় গুরুতর কোনো স্বাস্থ্যঝুঁকি দেখা যায়নি। বয়স, জাতি, লিঙ্গভেদে সবক্ষেত্রেই ভ্যাকসিনটি কার্যকর বলেও জানিয়েছে মডার্না।

মডার্না জানায়, মৃদু উপসর্গের করোনা আক্রান্তদের জন্যও এ টিকা শতভাগ সফল বলেও দাবি তাদের। গণহারে এটি প্রয়োগের সিদ্ধান্ত নেয়ার আগে এখন ভ্যাকসিনটির স্বাস্থ্য নিরাপত্তা ও কার্যকারিতা নিশ্চিতে ট্রায়াল ডেটা খতিয়ে দেখবে নিয়ন্ত্রক সংস্থাগুলো।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply