ইন্টারনেটের গতি বৃদ্ধিতে ৩য় সাবমেরিন কেবল প্রকল্প একনেক সভায়

|

ইন্টারনেটের গতি বাড়াতে ৩য় সাবমেরিন কেবল স্থাপন করবে সরকার। এর সুবাদে ফাইভ জি’র আওতায় মিটবে ব্যান্ডউইথের চাহিদা। দেরি হবে না সংযোগ পেতে।

ইন্টারনেটের গতি বৃদ্ধির এ সংক্রান্ত প্রায় ৭শ কোটি টাকার প্রকল্প উপস্থাপন করা হয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি- একনেক সভায়। বাস্তবায়ন করবে বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি।

মঙ্গলবার সকালে ভিডিও কনফারেন্সে একনেক সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরিকল্পনা কমিশন জানায়, বর্তমানের দু’টি সাবমেরিন ক্যাবলের যে সক্ষমতা আছে তা আগামী দুই-তিন বছরের মধ্যে প্রায় শেষ হয়ে যাবে।

কিন্তু ২০২১ থেকে ফাইভ জি চালু হলে বাড়বে ব্যান্ডউইথের চাহিদা। তাই তৃতীয় সাবমেরিন ক্যাবল স্থাপন করা জরুরি। এর কোর ল্যান্ডিং স্টেশন হবে সিঙ্গাপুর, ভারত, জিবুতি, মিসর ও ফ্রান্স। বাংলাদেশের ল্যান্ডিং স্টেশন হবে কক্সবাজারে। এর বাইরে ২৭শ কোটি টাকার স্থানীয় সরকারের এমজিএসপি প্রকল্প নিয়ে আলোচনা চলছে একনেক সভায়।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply