একনেকে তৃতীয় সাবমেরিন প্রকল্প অনুমোদন

|

জাতীয় অর্থনৈতিক পরিষদের (একনেক) সভায় ৬৯৩ কোটি টাকা ব্যয়ে তৃতীয় সাবমেরিন প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রী ও একনেকের চেয়ারপারসন শেখ হাসিনার সভাপতিত্বে আজ মঙ্গলবার গণভবনের সঙ্গে সংযুক্ত হয়ে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে শেরে বাংলা নগরস্থ এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় প্রকল্পটির অনুমোদন দেওয়া হয়েছে। এটি ছাড়াও আরও তিনটি প্রকল্পেরও অনুমোদন দেওয়া হয়ে আজকের সভায়।

পরিকল্পনা কমিশন জানায়, বর্তমানের দু’টি সাবমেরিন ক্যাবলের যে সক্ষমতা আছে তা আগামী দুই-তিন বছরের মধ্যে প্রায় শেষ হয়ে যাবে। কিন্তু ২০২১ থেকে ফাইভ জি চালু হলে বাড়বে ব্যান্ডউইথের চাহিদা। তাই তৃতীয় সাবমেরিন ক্যাবল স্থাপন করা জরুরি। এর কোর ল্যান্ডিং স্টেশন হবে সিঙ্গাপুর, ভারত, জিবুতি, মিসর ও ফ্রান্স। আর বাংলাদেশের ল্যান্ডিং স্টেশন হবে কক্সবাজারে।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply