কিডনি গায়েবের অভিযোগ: বিএসএমএমইউ’তে মানবাধিকার কমিশনের তদন্ত দল

|

কিডনি গায়েবের অভিযোগ: বিএসএমএমইউ'তে মানবাধিকার কমিশনের তদন্ত দল

বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে তথ্য নিতে হাসপাতালে গেছেন জাতীয় মানবাধিকার কমিশনের তদন্ত কমিটি।

বুধবার সকালে তদন্ত কমিটির প্রধানসহ তিন সদস্য হাসপাতাল পরিচালকের কার্যালয় আসেন। ইতোমধ্যে ভুক্তভোগীর বক্তব্য নিয়েছে কমিশনের তদন্ত দল। পর্যায়ক্রমে বঙ্গবন্ধু মেডিকেল শাহবাগ থানা পুলিশ ও মেডিকেলের ফরেনসিক বিভাগ থেকে তথ্য সংগ্রহ করবে তদন্ত কমিটি।

মানবাধিকার কমিশনের তদন্ত কমিটির প্রধান কমিশনের পরিচালক আল মাহমুদ ফায়জুল কবির, বঙ্গবন্ধু মেডিকেলের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জুলফিকার আহমেদ আমিন, অতিরিক্ত পরিচালক ডাক্তার নাজমুল করিম, মেডিকেল বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ডাক্তার আব্দুল হান্নান-এর কাছ থেকে তথ্য নিচ্ছেন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply