২০ মাসের নিষেধাজ্ঞা শেষে ফের আকাশে উড়লো ‘বোয়িং ৭৩৭-ম্যাক্স’

|

দীর্ঘ ২০ মাসের নিষেধাজ্ঞা শেষে ফের আকাশে উড়লো মার্কিন বিমান নির্মাতা প্রতিষ্ঠানের বিমান ‘বোয়িং সেভেন থ্রি সেভেন- ম্যাক্স’।

স্থানীয় সময় বুধবার, ডালাস-টেক্সাস থেকে তুলসা-ওকলাহোমায় চলাচল করে বাণিজ্যিক ফ্লাইট। এসময়, কোন ত্রুটি বা বাধাবিঘ্ন পোহাতে হয়নি বিমানগুলোকে। আমেরিকান এয়ারলাইনস প্রধান ডোগ পারকার সামাজিক যোগাযোগ মাধ্যমে জানান- পরিবারের সাথেই নির্বিঘ্নে সফর করেছেন তিনি। ইতিবাচক সংবাদ পরিবেশন এবং ভাবমূর্তি পুনরুদ্ধারে বিনামূল্যে অনেক গণমাধ্যমকর্মীকে ভ্রমণ করায় বোয়িং।

একবছরের মধ্যে, একই মডেলের দুটি বিমান বিধ্বস্তের ঘটনায় প্রাণ হারান সাড়ে ৩শ’র মতো আরোহী। এরপরই, ২০১৯ সালে ব্যাপক নিন্দা-সমালোচনায় পড়ে বোয়িং। অনেক দেশই বিমানক্রয়ের চুক্তি বাতিল করে নিষিদ্ধ করে বিমানটির উড্ডয়ন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply