নেত্রকোণায় ভবঘুরে নারীর চিকিৎসায় এগিয়ে এলেন জেলা প্রশাসক

|

স্টাফ রিপোর্টার:

নেত্রকোণায় মানসিক প্রতিবন্ধী এক ভবঘুরে নারীর চিকিৎসা সহায়তায় এগিয়ে এলেন জেলা প্রশাসক (ডিসি) কাজি মো. আবদুর রহমান। তার চিকিৎসা সেবায় নগদ অর্থ প্রদান করেছেন ডিসি আবদুর রহমান।

বৃহস্পতিবার সন্ধ্যায় নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে গিয়ে জেলা প্রশাসকের পক্ষে এনডিসি রেজাউল ইসলাম এই টাকা তুলে দেন। দীর্ঘদিন ধরে অজ্ঞাত ওই ভবঘুরে নারীর সেবা দানকারী বৃক্ষপ্রেমী কবিরাজ আব্দুল হামিদের হাতে নগদ ১০ হাজার টাকা তুলে দেয়া হয়।

এসময় হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক মেডিকেল অফিসার শ্রদ্ধানন্দ নাথ ও সাংবাদিক আলপনা বেগম, রক্তদানে নেত্রকোনার এম এইচ জনি উপস্থিত ছিলেন।

এদিকে ওই অসুস্থ ভবঘুরে নারীকে দেখভালকারী কবিরাজ মানুষ মানুষের জন্য স্লোগান নিয়ে এককভাবে অসহায় মানুষদের পাশে দাঁড়িয়ে কাজ করছেন বলে জানা যায়। তারই ধারাবাহিকতায় ওই নারীকে সড়কে পড়ে থাকতে দেখে গত দুই বছর যাবত তিনি তার পায়ের ক্ষতের চিকিৎসা করে যাচ্ছেন। ওই নারী কোন এক জায়গায় স্থির না থাকায় তাকে শিকল দিয়ে আটকে রাখতে হয় বলে জানান আব্দুল হামিদ।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply