কট্টরপন্থা দমনে ফ্রান্সজুড়ে চলছে তল্লাশি অভিযান, চিহ্নিত ৭৬টি মসজিদ

|

কট্টরপন্থা দমনে ফ্রান্সজুড়ে চলছে তল্লাশি অভিযান। বিচ্ছিন্নতাবাদ ছড়ানোর অভিযোগে চিহ্নিত করা হলো ৭৬টি মসজিদ।

স্বরাষ্ট্রমন্ত্রী জেরাদঁ দারমানিনের বক্তব্য, ধর্মীয় উপসনালয়গুলোর বিরুদ্ধে ওঠা অভিযোগ প্রমাণিত হলে সেগুলো বন্ধ করতে বাধ্য হবে সরকার।

তিনি আরও জানান, উগ্রপন্থার সাথে সংশ্লিষ্টতার অভিযোগে ৬৬ অভিবাসনপ্রার্থীকে ফেরত পাঠানো হবে নিজ দেশে। তাদের কাছে বৈধ কাগজপত্রও নেই। গেলো কয়েক মাসে, ফ্রান্সে মহানবী (সাঃ) ব্যঙ্গচিত্র প্রদর্শনের ঘটনায় এক শিক্ষকের শিরোশ্ছেদ এবং গির্জায় হামলা চালিয়ে ৩ জনকে হত্যা করা হয়। যার ধারাবাহিকতায়, চালানো হচ্ছে এ অভিযান। ইসলাম ধর্মের অবমাননার ঘটনায়, এখনো মুসলিম বিশ্বে চলছে ফরাসি পণ্য বয়কট কর্মসূচি।

দেশটিতে, মুসলিমদের নামাজ পড়ার জন্য ২৬শ’র বেশি জায়গা নির্ধারিত।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply