২৭১ দিন পর মাঠে বসে প্রিয় দলের জয় দেখলো সমর্থকরা

|

ইউরোপা লিগ ফুটবলে এক ম্যাচ হাতে রেখেই নক আউট পর্ব নিশ্চিত করেছে ইংলিশ ক্লাব আর্সেনাল। এমিরাটসে ভিয়েনার’কে ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে গানাররা।

আর এই রাতটাও বেশ স্মরণীয় হয়ে থাকবে আর্সেনালের কোচ মাইকেল আর্তেতার কাছে। কারণ, ২৭১ দিন পর স্টেডিয়ামে দেখা গেছে দর্শকদের মুখ। সেই সংখ্যা খুব বেশি না হলেও করোনার আতঙ্ক কাটিয়ে ২ হাজার দর্শক মাঠে হাজির হয়েছিল প্রিয় দলের খেলা দেখতে।

রাতে, ম্যাচের শুরু থেকেই প্রতিপক্ষকে চাপে রেখেছিল গানাররা। ১০ মিনিটে লাকাজা ও ১৮ মিনিটে পাবলো মারির স্কোরে ২-০ গোলে লিড নেয় স্বাগতিকরা। মাঝে কিছুটা সময় ভিয়েনার ফরোয়ার্ডদের সামলাতে হলেও ৪৪ মিনিটে দলকে আবারো ছন্দে ফিরিয়েছে এডোয়ার্ড। ৩-০ গোলের লিড নিয়েই প্রথমার্ধ শেষ করে আর্সেনাল।

বিরতির পর ১ গোল শোধ করে ম্যাচে ফেরার ইঙ্গিত দেয় ভিয়েনা। ৪৭ মিনিটে কিটাগোয়া গোলে ব্যবধান কমিয়ে আনে সফরকারীরা। তবে ৬৬ মিনিটে স্মিথ রোই’র গোলে ৪-১’র বড় ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়ে আর্সেনাল। এই জয়ের ফলে এক ম্যাচ হাতে রেখেই দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করে আর্সেনাল।

মাঠে নামার আগে গানাররদের সামনে সমীকরণ ছিলো এই ম্যাচে ড্র করতে পারলেই দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করতে পারবে আর্সেনাল।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply