আজ লোকসঙ্গীত শিল্পী বিজয় সরকারের ৩৫তম মৃত্যুবার্ষিকী

|

গানের কথা-সুরে এখনও অসংখ্য মানুষের হৃদয় বেঁচে আছেন লোকসঙ্গীত শিল্পী বিজয় সরকার। দুই বাংলার বাউল-লোকসঙ্গীত শিল্পীরা গেয়ে বেড়ান তার গান। অথচ, কবির স্মৃতিবিজড়িত জন্মস্থান নড়াইলের গ্রামের বাড়ি রয়েছে অযত্ন-অবহেলায়। স্মরণে নির্মিত ‘বিজয় মঞ্চও’ জরাজীর্ণ। আজ এই চারণকবির ৩৫-তম মৃত্যুবার্ষিকী।

শুধু একজন লোকসঙ্গীত শিল্পী নয়। বিজয় সরকার ছিলেন কবি-সুরকারও। অসাধারণ গায়কী ঢঙের জন্য সরকার উপাধি লাভ করেন এই চারণকবি।

নড়াইলের ডুমদি গ্রামে ১৯০৩ সালে জন্ম খ্যাতিমান মানুষটির। অথচ, এখনও তার জন্মভিটা সংরক্ষণে উদ্যোগ নেয়া হয়নি। দেখভালের অভাবে বিজয় মঞ্চের অবস্থাও জরাজীর্ণ।

বিজয় সরকার স্মৃতিসংগ্রহশালা ও গান একাডেমি নির্মাণের দাবি সচেতন মহলের। দাবি বাস্তবায়নে দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক আনজুমান আরা।

ভারতের কল্যাণ বিশ্ববিদ্যালয় ও পশ্চিমবঙ্গ শিক্ষা পর্ষদ বিজয় সরকারের রচনা পাঠ্যতালিকাভুক্ত করেছে। মরণোত্তর একুশে পদক পেয়েছেন এই কণ্ঠযোদ্ধা। ১৯৮৫ সালের ৪ ডিসেম্বর না ফেরার দেশে পাড়ি জমান তিনি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply