যুদ্ধবিধ্বস্ত নাগোরনো-কারাবাখে সংস্কার কাজ শুরু

|

আজারবাইজানের যুদ্ধবিধ্বস্ত নাগোরনো-কারাবাখ অঞ্চলে শুরু হয়েছে সংস্কার কাজ। বাসিন্দাদের জন্য নিরাপদ আবাসন গড়তে এই কাজে সহায়তা করছে রাশিয়া।

নভেম্বরে রাশিয়ার মধ্যস্থতায় আর্মেনিয়ার সাথে শান্তি চুক্তির পর থেকে এলাকাটিতে ফিরতে শুরু করেছে বাসিন্দারা। কয়েক সপ্তাহের হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে অঞ্চলের বহু বসত বাড়ি, রাস্তা-ঘাট ও বাণিজ্য প্রতিষ্ঠান।

সব ক্ষয়ক্ষতি পুষিয়ে উঠতে এবং অঞ্চলটির অর্থনৈতিক পরিস্থিতি স্বাভাবিক করতেই দ্রুত উদ্যোগ নেয়া হয়েছে। রাশিয়া বলছে আগামী কয়েক দিনের মধ্যে কমপক্ষে আরও ২৫টি ভবন নির্মাণ করা হবে। গোটা অঞ্চলে শান্তি প্রতিষ্ঠায় মোতায়েন রয়েছে রাশিয়ার ২ হাজার শান্তিরক্ষী।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply