বিশ্বে দ্বিতীয় দেশ হিসেবে ফাইজার-বায়োএনটেকের ভ্যাকসিনের অনুমোদন দিলো বাহরাইন

|

বিশ্বে দ্বিতীয় দেশ হিসেবে ফাইজার-বায়োএনটেকের ভ্যাকসিনের অনুমোদন দিলো বাহরাইন

বিশ্বে দ্বিতীয় দেশ হিসেবে ফাইজার-বায়োএনটেকের ভ্যাকসিনের অনুমোদন দিলো মধ্যপ্রাচ্যের দেশ বাহরাইন। শুক্রবার এ তথ্য জানায় দেশটির জাতীয় স্বাস্থ্য নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ।

বলা হয়, করোনাভাইরাস প্রতিরোধে জরুরি প্রয়োজনে ব্যবহার করা যাবে মার্কিন এবং জার্মান প্রতিষ্ঠানের উদ্ভাবিত এই ভ্যাকসিন। গুরুত্ব পাবে বয়স্ক এবং সর্বোচ্চ ঝুঁকিতে থাকা রোগীরা। তবে প্রতিষ্ঠানটি থেকে কতগুলো ভ্যাকসিন তারা কিনেছে এ বিষয়ে কোন তথ্য জানায়নি দেশটি।

এর আগে প্রথম দেশ হিসেবে বুধবার ভ্যাকসিনটির অনুমোদ দেয় যুক্তরাজ্য। বিশেষজ্ঞরা বলছেন, মরুময় দেশটিতে ফাইজারের প্রতিষেধকটি সংরক্ষণ এবং বণ্টনে বড় বাধা হয়ে উঠতে পারে তাপমাত্রা।

এর আগে চীনের সিনোফার্মা প্রতিষ্ঠানের ভ্যাকসিন জরুরি ব্যবহারের অনুমোদন দেয় আরব দেশটি। ফাইজারের লক্ষ্যমাত্রা ২০২১ সালের মধ্যে ১৩০ কোটি ডোজ ভ্যাকসনি তৈরি করা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply