নিউইয়র্কে ভয়াবহ আগুনে পুড়ে গেছে ১৯ শতকের একটি গীর্জা

|

নিউইয়র্কে ভয়াবহ আগুনে পুড়ে গেছে ১৯ শতকের একটি গীর্জা

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ভয়াবহ আগুনে পুড়ে গেছে ১৯ শতকের একটি গীর্জা। শনিবার ম্যানহাটনের একটি গ্রামে স্থানীয় সময় সকালে হয় এ দুর্ঘটনা।

একটি খালি ভবনে হয় আগুনের সূত্রপাত। কিছুক্ষণের মধ্যে ছড়িয়ে পড়ে পার্শ্ববর্তী মিডল কলেজিয়েট গীর্জা ও আরেকটি ভবনে। ফায়ার সার্ভিস কর্মীরা পৌঁছানোর আগেই বেশিরভাগ অংশ পুড়ে যায় গীর্জাটির।

এদিকে আগুন নেভাতে গিয়ে দগ্ধ হন চার ফায়ার সার্ভিস কর্মী। তবে কারও মৃত্যু হয়নি। আগুনের কারণ সম্পর্কে তদন্ত করছে নিউইয়র্কের ফায়ার সার্ভিস।

১৬২৮ সালে নির্মিত মিডল কলেজিয়েট গীর্জার রয়েছে বিশেষ ঐতিহাসিক মূল্য। ১৭৭৬ সালে যুক্তরাষ্ট্রের স্বাধীনতার সময় বাজানো হয় এর ঘণ্টা।

এছাড়া প্রত্যেক মার্কিন প্রেসিডেন্টের অভিষেক ও মৃত্যুর সময়ও ঘণ্টা বাজানোর রীতি রয়েছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply