প্রথম দেশ হিসেবে সাধারণ মানুষকে করোনা ভ্যাকসিন প্রয়োগ শুরু করলো রাশিয়া

|

Antalya, TURKEY - August 11, 2020. The Covid-19 coronavirus vaccine produced in Russia named Sputnik-V.

বিশ্বের প্রথম দেশ হিসেবে করোনাভাইরাস ঠেকাতে সাধারণ মানুষকে ভ্যাকসিন প্রয়োগ শুরু করলো রাশিয়া। শনিবার থেকে মস্কোর ৭০টি হাসপাতাল ও ক্লিনিকে অগ্রাধিকারের ভিত্তিতে দেয়া শুরু হলো রাশিয়ার নিজস্ব টিকা ‘স্পুটনিক-ফাইভ’।

টিকা প্রদানের তালিকার রয়েছেন উচ্চ ঝুঁকিসম্পন্ন ডাক্তার-চিকিৎসাকর্মী, শিক্ষক ও সমাজসেবাকর্মীরা। গুরুত্ব দেয়া হচ্ছে ষাটোর্ধ্বদের। তবে, অন্ত্বসত্ত্বা বা প্রচণ্ড শ্বাসকষ্টে ভুগছেন- এমন ব্যক্তিদের ক্ষেত্রে শিথিল বিধিমালা।

২১ দিনের ব্যবধাণে দুটি ডোজ গ্রহণ করতে হবে এ প্রতিষেধকের। আপাতত রাজধানী মস্কো’তে শুরু হলেও, আগামী সপ্তাহ থেকে গোটা দেশে কার্যক্রম চালুর নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। চলতি বছরই ২০ লাখ ডোজ তৈরির প্রত্যাশা রাশিয়ার।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply