খেলোয়ারদের কারণেই ‘লা লিগা’য় হারতে হচ্ছে: বার্সা কোচ

|

স্প্যানিশ ফুটবল লিগের শেষ দশ ম্যাচের মধ্যে চারটিতেই হারতে হয়েছে বার্সেলোনাকে। আর এই হারের সম্পূর্ণ দায় খেলোয়াড়দের উপর চাপিয়েছে দলের কোচ রোনাল্ড কোম্যান। বার্সার থেকে কম শক্তির দল কাদিসের কাছে ২-১ গোলে হারের পেছনে ডিফেন্ডারদের ভুল আর ফরোয়ার্ডদের ব্যর্থতাকেই দায়ী করেন তিনি।

মূলত জর্ডি আলাবা, ক্লেমেন্ট লেংলেট ও গোলরক্ষক টের-স্টেগেনের ওপর ক্ষেপেছেন কোচ। তবে মেসিকে যে তিনি পজিশন পরিবর্তন করে খেলিয়েছেন এই ব্যাপারটি এড়িয়ে গেছেন এই কোচ। বার্সেলোনা এখন শীর্ষে থাকা অ্যাটলেটিকো থেকে ১২ পয়েন্ট পেছনে

রোনাল্ড কোম্যান বলেন কাদিসের সাথে যে গোল দুটি খেয়েছি আমরা দু’টি গোলই বার্সা হজম করেছে- খেলোয়াড়রা মনোযোগ হারানোয়।

পেশাদার লিগে এটা দেখা সত্যিই কষ্টকর! তারা এমন ভাব করছিল, যেন কাদিজ গোল দিতেই পারবে না! প্রতিপক্ষকে এত হেয় করে দেখা কোন ভাবেই উচিত হয়নি বার্সেলোনার খেলোয়াড়দের।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply