আংটিতে ১২ হাজার ৬৩৮টি হীরকখণ্ড, গিনেস বুক নাম তুললেন এক গয়না ব্যবসায়ী

|

১২ হাজার ৬৩৮টি হীরকখণ্ড মাত্র একটি আংটিতে। এর মাধ্যমে, গিনেস বুক ওয়ার্ল্ড রেকর্ডে ভারতের মিরাট শহরের নাম তুললেন এক গয়না ব্যবসায়ী।

রেনানি জুয়েলস প্রতিষ্ঠানের দাবি- এটাই বিশ্বের সর্বোচ্চ হীরা সম্বলিত আংটি। যাকে ‘মি ম্যারিগোল্ড’ হিসেবে নামকরণ করেছে গহনা প্রতিষ্ঠানটি। আংটির ওজন ১৬৫ গ্রামের বেশি।

রেনানি আরও জানিয়েছে, তিন বছরের পরিশ্রমের ফল গহনাটি। যাতে, বিশ্বের সব প্রান্ত থেকে সেরা মানসম্পন্ন হীরা বসানো হয়েছে। যেগুলোর সব ৩৮ ক্যারেটের প্রাকৃতিক হীরা। এর আগে, ৭ হাজার ৮০১টি হীরা বসানো আংটি ছিলো তালিকার শীর্ষে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply