সাতক্ষীরায় ইয়াবাসহ ভারতীয় নাগরিক আটক

|

নিজস্ব প্রতিনিধি:

সাতক্ষীরায় ইয়াবাসহ ভারতীয় নাগরিককে আটক করেছে র‍্যাব। মঙ্গলবার রাতে সদর উপজেলার নবাতককাটি গ্রামের রাস্তা থেকে তাকে আটক করা হয়।

আটককৃত ভারতীয় নাগরিকের নাম আব্দুল আলিম মণ্ডল (২৩)। সে ভারতের উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট থানার ইটিন্ডিয়া এলাকার মুকন্দকাটি গ্রামের আব্দুল হামিদের ছেলে।

র‌্যাব-৬ এর সাতক্ষীরা ক্যাম্পের সিনিয়র এএসপি মো. বজলুর রশীদ জানান, সাতক্ষীরা (সিপিসি-১) এর একটি আভিযানিক দল রাতে গোপন সংবাদের মাধ্যমে জানতে পেরে ভোমরা সীমান্তগামী পাকা রাস্তার ওপর থেকে ভারতীয় নাগরিক আব্দুল আলিম মণ্ডলকে আটক করা হয়।

এ সময় তার দেহ তল্লাশি করে ৭৭৫ পিস ইয়াবা, ১টি মোবাইল, ১টি সিমকার্ড, নগদ ৫০ (পঞ্চাশ) ভারতীয় রুপি, ভারতীয় পরিচয় পত্রের ফটোকপি ১টি, আধার কার্ড ১টি ও ১টি প্যান কার্ড জব্দ করা হয়।

রাতেই আটক আসামির বিরুদ্ধে সাতক্ষীরা সদর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ২০১৮ এর ৩৬ (১) টেবিল ১০(ক) ধারা এবং ১৯৭৩ সালের বাংলাদেশ পাসপোর্ট আদেশ এর ১১(১)(ক) ধারা মোতাবেক পৃথক পৃথক মামলা দায়ের করা হয়েছে।

সাতক্ষীরা সদর থানার ওসি মো. আসাদুজ্জামান ইয়াবা ও রুপিসহ ভারতীয় নাগরিক গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply