কুয়াশায় ফে‌রি চলাচল বন্ধ, দৌলত‌দিয়ায় ৬ কি‌লো‌মিটার এলাকায় যানবাহ‌নের সা‌রি

|

রাজবাড়ী সংবাদদাতা:

ঘন কুয়াশার কার‌ণে দে‌শের গুরুত্বপূর্ণ দৌলত‌দিয়া-পাটুরিয়া নৌরু‌টে ফে‌রি চলাচল বন্ধ থাকায় দৌলতদিয়া প্রান্তে প্রায় ৬ কি‌লোমিটার এলাকায় যানবাহনের দীর্ঘ লাইন তৈরি হয়েছে।

মঙ্গলবার রাত ১০টার দি‌কে পদ্মায় কুয়াশার ঘনত্ব বে‌ড়ে গে‌লে নৌ-দুর্ঘটনা এড়া‌তে দৌলত‌দিয়া-পাটুরিয়া নৌরু‌টে ফেরি চলাচল বন্ধ ক‌রে দেয় কর্তৃপক্ষ।

দীর্ঘ সময় ফে‌রি চলাচল বন্ধ থাকায় নদী পা‌রের অপেক্ষায় দৌলতদিয়া ও গোয়াল‌ন্দ মো‌ড়ের সড়‌কে লাইনে আটকে পড়ে‌ছে যাত্রীবা‌হী বাস, প্রাই‌ভেটকার, মাই‌ক্রোবাস, পণ্যবা‌হী ট্রাকসহ ক‌য়েকশ’ যানবাহন এবং লাইনে আটকে থে‌কে চরম ভোগা‌ন্তি‌তে প‌ড়ে‌ছেন চালক ও যাত্রীরা।

‌বিআইড‌ব্লিউ‌টি‌সি দৌলত‌দিয়া ঘাট সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) খোর‌শেদ আলম জানান, নদী‌তে কুয়াশার ঘনত্ব বে‌ড়ে যাওয়ায় রাত ১০টা থে‌কে ফে‌রি চলাচল বন্ধ রাখা হ‌য়ে‌ছে। কুয়াশার ঘনত্ব কমে গে‌লে পুনরায় ফে‌রি চলাচল শুরু ক‌রা‌নো হ‌বে এবং ফে‌রি চলাচল স্বাভাবিক হ‌লে দ্রুত লাইনে থাকা যানবাহনের চাপ ক‌মে যা‌বে ব‌লেও তি‌নি জানান।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply