ভারতের কর্নাটকে পাস হলো গো-হত্যা রোধে বিতর্কিত বিল

|

গো-হত্যা রোধে বিতর্কিত বিল পাস হলো ভারতের কর্নাটক রাজ্যে। চূড়ান্ত আইন হলে রাজ্যটিতে কোনোভাবে গরু হত্যা করা যাবে না।

কংগ্রেস বিধায়কদের প্রবল বিরোধিতা সত্ত্বেও বুধবার পাস হয় গবাদিপশু রোধ ও সংরক্ষণ বিল। গো-হত্যা নিষিদ্ধ হওয়া ছাড়াও গো-পাচারকারী কিংবা গরু হত্যায় জড়িতদের কঠিন শাস্তি পেতে হবে।

বিলটি পেশ করেন মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পা। সিদ্দারামাইয়ার নেতৃত্বে প্রতিবাদে সরব হন কংগ্রেস বিধায়করা। আগের আইন অনুযায়ী ১২ বছরের বেশি বয়সি গরু এবং মহিষ হত্যা করা যেতো কর্নাটকে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply