ভোটকারচুপির অভিযোগে দায়ের করা ট্রাম্পের মামলা খারিজ

|

ভোটকারচুপির অভিযোগে দায়ের করা ট্রাম্পের আরও চার মামলা খারিজ

মার্কিন নির্বাচনে জালিয়াতির অভিযোগে চার রাজ্যের ফল বাতিল চেয়ে ট্রাম্পের করা মামলা খারিজ করে দিয়েছেন দেশটির সর্বোচ্চ আদালত।

চলতি সপ্তাহে এ মামলা দায়ের করা হয়। এতে, ভাগ্য নির্ধারণী বা দোদুল্যমান রাজ্য হিসেবে পরিচিত জর্জিয়া, মিশিগান, পেনসিলভানিয়া এবং উইসকনসিনের ফল বাতিলের দাবি জানানো হয়। এতে সমর্থন জানায়, ১৯ রাজ্যের অ্যাটর্নি জেনারেল এবং ট্রাম্পের দলের ১২৭ কংগ্রেস সদস্য। এই রাজ্যগুলোতে পিছিয়ে থাকার পর জয় পান ডেমোক্রেটিক প্রার্থী জো বাইডেন।

২০১৬ সালের নির্বাচনে এসব রাজ্যে জয় পেয়েছিলেন ট্রাম্প। তার অভিযোগ, রাজ্যগুলোতে ভোট জালিয়াতি করা হয়েছে। নির্ধারিত সময়ের পরও নেয়া হয় ভোট। যদিও এসব যুক্তির পক্ষে কোন প্রমাণ দেখাতে না পারায় বিভিন্ন রাজ্যে আগেই খারিজ হয়ে যায় সব মামলা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply