খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য হলেন হিরন জয় ত্রিপুরা

|

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য হলেন হিরন জয় ত্রিপুরা

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য হলেন মাটিরাঙ্গার জনপ্রতিনিধি হিরন জয় ত্রিপুরা। মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম-সম্পাদক হিরন জয় ত্রিপুরা মাটিরাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানও ছিলেন।

বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) বিকালে রাষ্ট্রপতির আদেশক্রমে জেলা পরিষদে তাকে এ মনােনয়ন দেয়া হয়।

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য হিসেবে মনােনয়ন দেয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারত প্রত্যাগত শরণার্থী বিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান (প্রতিমন্ত্রী) কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন হিরন জয় ত্রিপুরা।

এদিকে, তৃণমূল থেকে উঠে আসা এ জনপ্রতিনিধি জেলা পরিষদের সদস্য হিসেবে নিয়োগ পাওয়ায় উপজেলা আওয়ামী লীগ, ছাত্রলীগসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উচ্ছ্বাস প্রকাশ করেছেন। অনেকেই ফুলের মালা পরিয়ে, মিষ্টিমুখ করিয়ে তাকে শুভেচ্ছা জানান। এদের মধ্যে ছিলেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি এম. হুমায়ূন মোর্শেদ খান, উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম, পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোস্তফা মিয়া (কাউন্সিলর), ওয়ার্ড কাউন্সিলর ও সাবেক ছাত্রনেতা মোহাম্মদ আলী, উপজেলা ছাত্রলীগের সভাপতি তছলিম উদ্দিন রুবেল, কলেজ ছাত্রলীগের আহ্বায়ক মো. সাদ্দাম হোসেন প্রমুখ।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply