সোমবার যুক্তরাষ্ট্রে শুরু হবে ফাইজার-বায়োএনটেকের টিকার প্রয়োগ

|

সোমবার যুক্তরাষ্ট্রে শুরু হবে ফাইজার-বায়োএনটেকের টিকার প্রয়োগ

যুক্তরাষ্ট্রে সাধারণ মানুষের ওপর ফাইজার-বায়োএনটেকের টিকার প্রয়োগ শুরু হচ্ছে সোমবার। ওই দিন সকালের মধ্যে দেশের ১৪৫টি স্থানে পৌঁছে যাবে করোনার টিকা।

শনিবার এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন, টিকা বণ্টনের দায়িত্বপ্রাপ্ত প্রধান কর্মকর্তা জেনারেল গুসতেভ পেরনা।

জানান, মঙ্গল ও বুধবার টিকা পৌঁছে যাবে দেশের আরও ৬৩৬টি স্থানে। প্রথম দফায় অগ্রাধিকার পাবে বৃদ্ধ ও স্বাস্থ্যকর্মীরা। জানুয়ারি নাগাদ টিকা সরবরাহ হবে বাকি নাগরিকদের জন্য। এপ্রিলের মধ্যেই যুক্তরাষ্ট্রে করোনা টিকা সহজলভ্য হবে বলে জানিয়েছে মার্কিন কর্তৃপক্ষ।

গেল শুক্রবার করোনা প্রতিরোধে ফাইজার-বায়োএনটেকের টিকা অনুমোদন দেয় ফুড এন্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন বিভাগ। কোভিড নাইনটিনের বিরুদ্ধে ৯৫ শতাংশ পর্যন্ত কার্যকর বলে প্রমাণিত হয়েছে এ টিকা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply