গোপালগঞ্জে চারটি ইটভাটা ভেঙ্গে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত

|

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ:

গোপালগঞ্জে নিয়ম বহির্ভূতভাবে ভাটা চালানোর অভিযোগে চারটি ইটভাটা ভেঙ্গে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় ওই চারটি ইটভাটার মালিককে বিভিন্ন অর্থে জরিমানা করা হয়।

সোমবার বিকেলে সদর উপজেলার বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করা হয়। জানা গেছে, সহকারী কমিশনার (ভূমি) মো. মনোয়ার হোসেন ও পরিবেশ অধিদফতরের উপ-পরিচালক মো. আসাদুজ্জামানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

এ সময় জেলা প্রশাসনের লাইসেন্স, পরিবেশ অধিদফতরের ছাড়পত্র এবং বৈধ চিমনি না থাকার দায়ে চারতলা গ্রামের এমএসবিআই ব্রিকস, কেকানিয়া গ্রামের মেসার্স লাল পরি ব্রিকস, মেসার্স এসকেবি ব্রিকস ও মেসার্স আরআরবি ব্রিকস ভেঙ্গে দেয়া হয়।

এ সময় ওই চারটি ইটভাটার মালিককে বিভিন্ন অর্থে জরিমানা এবং ইট ভাটার সমস্ত মালামাল জব্দ করা হয়।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply