জো বাইডেন-ই যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট, সোমবার নিশ্চিত হলো ইলেক্টোরাল কলেজ ভোটও

|

জো বাইডেন-ই যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট। সোমবার, ইলেক্টোরাল কলেজ ভোটেও নিশ্চিত হলো মার্কিনীদের রায়।

তাকে ৪৬তম রাষ্ট্রপ্রধান হিসেবে স্বীকৃতি দিলেন ক্ষমতাসীন অনেক রাজনীতিক। সাউথ ক্যারোলাইনা থেকে লিন্ডসে গ্রাহাম, টেক্সাসে জন করনিন এবং আইওয়া থেকে চাক গ্রাসলি’র মতো শীর্ষ রিপাবলিকান সিনেটররা প্রথমবারের মতো সমর্থন দেন বাইডেনকে। ৫০টি রাজ্যের আইনসভায় ভিন্ন-ভিন্ন সময়ে অনুষ্ঠিত হয় এ ইলেক্টোরাল ভোট। সম্মানিত ইলেক্টোরাল’রা নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে নিশ্চিত করেন, জয়-পরাজয়।

যুক্তরাষ্ট্রের সংবিধান অনুসারে, প্রেসিডেন্ট হিসেবে জয়লাভের জন্য ২৭০ ইলেক্টোরাল ভোট নিশ্চিত করতে হয় একজন প্রার্থীকে। এই নির্বাচনে জো বাইডেন পেয়েছেন ৩০৬টি ইলেক্টোরাল ভোট অন্যদিকে পরাজয় স্বীকার না করলেও ডোনাল্ড ট্রাম্পের ভাগ্যে জুটেছে ২৩২টি ইলেক্টোরাল ভোট।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply