পদ্মা সেতুর জন্য সরকারকে বিএনপি’র ধন্যবাদ দেয়া উচিত: তথ্যমন্ত্রী

|

রিজেন্টের ভুয়া সার্টিফিকেট নিয়ে কেউ প্রণোদনা পাবেন না: তথ্যমন্ত্রী

পদ্মা সেতুর জন্য সরকারকে বিএনপি’র ধন্যবাদ দেয়া উচিত আর পদ্মা সেতু নিয়ে ষড়যন্ত্র করার জন্য ক্ষমা চাওয়া উচিত বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

মঙ্গলবার দুপুরে সচিবালয়ে ব্রিফিংয়ে এ মন্তব্য করেন তথ্যমন্ত্রী। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সময়োচিত সিদ্ধান্তের কারণেই পদ্মা সেতু। বিএনপি বলেছিলো আওয়ামী লীগ পদ্মা সেতু করতে পারবে না। জোড়াতালির সেতুতে কাউকে না যাওয়ার কথা বলেছিলেন বিএনপি নেত্রী খালেদা জিয়া। বিএনপির মহাসচিব বলেছেন, জিয়াউর রহমানের আমলে পদ্মা সেতুর পরিকল্পনা হয়েছে। তার কথা ধরে বলতে গেলে বলতে হবে, পদ্মা সেতুর পরিকল্পনা মোঘল আমলে বা সুলতানি আমলে হয়েছে।

মন্ত্রী বলেন, জিয়ার আমলে পদ্মা সেতুর পরিকল্পনা হয়নি, হয়েছে রাজনীতিবিদ কেনাবেচা। এসময় বঙ্গবন্ধুর ভাস্কর্য ইস্যুতে তিনি বলেন, ভাস্কর্য আছে-থাকবে, বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মিত হবে। সবার সাথে আলোচনা হতে পারে। এখানে আপোসের সুযোগ নেই।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply