২০২২ মহিলা বিশ্বকাপের সূচি প্রকাশ করলো আইসিসি

|

২০২২ সালের মেয়েদের ওয়ানডে বিশ্বকাপের সূচি প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

সূচি অনুযায়ী, ২০২২ সালের ৪ মার্চ নিউজিল্যান্ডের তাউরাঙ্গার বে ওভালে পর্দা উঠছে মেয়েদের ওয়ানডে বিশ্বকাপের। নিউজিল্যান্ডের ছয়টি শহরে অনুষ্ঠিত হবে এই বিশ্বকাপ। অংশ নেবে ৮ দল। খেলবে ৩১টি ম্যাচ। ২০২২ সালের ৩ এপ্রিল ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে হবে ফাইনাল।

আট দলের ২০২২ নারী বিশ্বকাপের জন্য ইতোমধ্যেই পাঁচটি দল কোয়ালিফাই করে ফেলেছে। এই পাঁচটি দল হল- নিউজিল্যান্ড, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা এবং ভারত। তারা সরাসরি বিশ্বকাপে খেলবে। বাকি তিনটি দল আসবে বাছাইপর্ব পেরিয়ে।

২০২১ সালে শ্রীলঙ্কায় আয়োজিত কোয়ালিফায়ার থেকে বাকি তিনটি দল ২০২২ বিশ্বকাপের মূলপর্বে খেলার ছাড়পত্র পাবে। ২০২১ সালে ২৬ জুন থেকে ১০ জুলাই নারী বিশ্বকাপের বাছাই পর্বের ম্যাচগুলি হবে।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply