যুক্তরাজ্যে শিশুদের খাদ্য সহায়তা দিতে মাঠে নামতে হলো ইউনিসেফকে

|

যুক্তরাজ্যে শিশুদের খাদ্য সহায়তা দিতে মাঠে নামতে হলো ইউনিসেফকে

করোনা সংকটের প্রভাবে যুক্তরাজ্যে ৭০ বছরে প্রথমবার শিশুদের খাদ্য সহায়তা দিতে মাঠে নামতে হলো ইউনিসেফকে। রাজধানী লন্ডনেই ক্ষুধার্ত শিশুদের মুখে খাবার তুলে দিতে বাড়িতে বাড়িতে পৌঁছে দেয়া হচ্ছে পার্সেল।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ব্রিটিশ শিশুদের জন্য এতো সংকটময় পরিস্থিতি এই প্রথম। বলছে, জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থাটি। দাতব্য সংস্থা ফুড ফাউন্ডেশনের বরাতে ইউগভ জরিপ থেকে জানা যায়, মে মাসে গৃহস্থালী খাদ্য অনিরাপত্তায় ভুগছিল যুক্তরাজ্যের ১৭ শতাংশ শিশু; মোটের হিসেবে যা ২৪ লাখ।

অক্টোবর নাগাদ বিনামূল্যে খাবারের জন্য শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আবেদন করে আরও নয় লাখ শিশু। এ অবস্থায় ‘স্কুল ফুড ম্যাটার্স’ কমিউনিটি প্রকল্পের আওতায় বড়দিনের ছুটি থেকে শুরু করে ফেব্রুয়ারির মাঝামাঝি পর্যন্ত ২৫টি স্কুলে বিনামূল্যে পুষ্টিকর খাবার দেবে ইউনিসেফ।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply