জলমহাল দখল নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত অর্ধশতাধিক

|

হবিগঞ্জ প্রতিনিধি:

হবিগঞ্জের বানিয়াচংয়ে জলমহাল দখলকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। দফায় দফায় চলা সংঘর্ষে উভয় পক্ষের নারী-শিশুসহ অর্ধশতাধিক লোক আহত হয়। এ সময় সংঘর্ষ নিয়ন্ত্রণ আনতে পুলিশ ২০ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে।

শুক্রবার (১৮ ডিসেম্বর) দুপুরে উপজেলার কামালখানী ও মজলিশপুর গ্রামবাসীর মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ জানায়, ‘কানিভাঙ্গা’ নামক একটি জলমহাল নিয়ে কামালখানী ও মজলিশপুর গ্রামবাসীর মধ্যে বিরোধ চলে আসছে। এ নিয়ে শুক্রবার দুপুরে দুই গ্রামবাসী দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে নারী শিশুসহ অর্ধশতাধিক লোক আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ২০ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে সংঘর্ষ নিয়ন্ত্রণ করেন।

এদিকে, গ্রেফতার এড়াতে আহত অনেকে সিলেটের বিভিন্ন হাসপাতালে চলে গেছেন বলে জানান স্থানীয় লোকজন।

বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমরান হোসেন বলেন, ‘দুর্গম হাওর এলাকা হওয়ায় পুলিশ পৌঁছাতে সময় লেগেছে। তবে বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। পাশাপাশি এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।’

অতিরিক্ত পুলিশ সুপার মো. শেখ সেলিম বলেন, ‘পুলিশ সংঘর্ষ নিয়ন্ত্রণ আনতে ২০ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করেছে। পুনরায় সংঘর্ষ এড়াতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply