জয়পুরহাটে বাসকে ট্রেনের ধাক্কা; ১২ যাত্রী নিহত

|

উত্তরাঞ্চলের সাথে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ

জয়পুরহাটের পুরানপৈল রেল ক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় বাসের ১২ যাত্রী নিহত হয়েছেন। এতে উত্তরাঞ্চলের সাথে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

শনিবার সকাল পৌনে সাতটার দিকে এ দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস জানায়, পার্বতীপুর থেকে রাজশাহীতে যাচ্ছিল ট্রেনটি। অন্যদিকে পাঁচবিবি থেকে ছেড়ে যাওয়া বাসটি জয়পুরহাট যাওয়ার পথে উঠে পড়ে পুরানপৈল রেলগেটে। এসময় বাসটিকে ধাক্কায় দেয় ট্রেন। মুহূর্তেই দুমড়ে-মুচড়ে যায় বাসটি। ঘটনাস্থলেই বাসের ১০ যাত্রীর মৃত্যু হয়। পরে চিকিৎসাধীন আরও দুইজন মারা যান। এতে এখন পর্যন্ত ১২ জন মারা গেলেন। নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। আর আহত হয়েছেন ৬ জন।

তবে ভোরবেলা হওয়ায় বাসটিতে যাত্রীর সংখ্যা কম ছিলো। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি। দুর্ঘটনা কবলিত বাস আর ট্রেনটি উদ্ধারে কাজ শুরু করেছে ফায়ার সার্ভিস।

তবে রেল যোগাযোগ স্বাভাবিক হতে আরও কয়েক ঘণ্টা সময় লাগতে পারে। এ ঘটনার তদন্তে কারও গাফিলতির প্রমাণ পেলে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছে পুলিশ।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply