যুক্তরাষ্ট্রে চূড়ান্ত অনুমোদন পেলো মডার্নার ভ্যাকসিন

|

যুক্তরাষ্ট্রে চূড়ান্ত অনুমোদন পেলো মডার্নার ভ্যাকসিন

ফাইজার-বায়োএনটেকের পর যুক্তরাষ্ট্রে চুড়ান্ত অনুমোদন পেলো মডার্নার ভ্যাকসিন। শুক্রবার প্রতিষ্ঠানটির ভ্যাকসিন উৎপাদন, সরবরাহ এবং প্রয়োগের অনুমতি দেয় মার্কিন খাদ্য ও ঔষধ প্রশাসন বিভাগ।

এর আগে বৃহস্পতিবার, ২০-০ ভোটে ভ্যাকসিনটি অনুমোদনের সুপারিশ করা হয়। এরই মধ্যে মার্কিন প্রতিষ্ঠানটির টিকা কিনতে আগাম বুকিং দিয়ে রেখেছে, কানাডা, যুক্তরাজ্য, জাপান, দক্ষিণ কোরিয়া, সুইজারল্যান্ডসহ বিভিন্ন দেশ।

এরই মধ্যে মার্কিনিদের জন্য সরবরাহে ৬০ লাখ ডোজ প্রস্তুত করা হয়েছে। ফাইজারের ভ্যাকসিন সংরক্ষণে মাইনাস ৭০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার প্রয়োজন হলেও মডার্নার টিকা রাখা যাবে মাইনাস ২০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। এটিকে মার্কিনিদের জন্য বড় সাফল্য হিসেবে অভিহিত করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply