তুরস্কে ভেন্টিলেটর বিস্ফোরণে ৯ করোনা রোগীর মৃত্যু

|

তুরস্কের একটি হাসপাতালে ভেন্টিলেটর বিস্ফোরণে ৯ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে। শনিবার স্থানীয় সময় ভোর রাতে এ দুর্ঘটনা হয়। মৃতদের বয়স ৫৬ থেকে ৮৫ বছরের মধ্যে।

কর্তৃপক্ষ জানিয়েছে, দক্ষিণাঞ্চলীয় গাজিয়ান টেপ প্রদেশের হাসপাতালটির ইনটেনসিভ কেয়ার ইউনিটে হঠাৎ বিস্ফোরিত হয় অক্সিজেন সিলিন্ডার। মুহূর্তেই ছড়িয়ে পড়ে আগুন। হাসপাতাল কর্মীরা কয়েকজনকে সরাতে পারলেও আটকা পড়ে গুরুতর অসুস্থ হয়েছে বেশ কয়েকজন।

চিকিৎসাধীন অন্যান্য রোগীদের নিকটবর্তী হাসপাতালে নেয়া হয়েছে। বিস্ফোরণের কারণ অনুসন্ধানে শুরু হয়েছে তদন্ত।

এর আগে গত মাসে রোমানিয়ার একটি হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণে ১০ করোনা রোগীর মৃত্যু হয়েছিল।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply