স্যার ফজলে হাসান আবেদের প্রথম মৃত্যুবার্ষিকী আজ

|

বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদের প্রথম মৃত্যুবার্ষিকী আজ। ২০১৯ সালের এইদিনে রাজধানীর একটি হাসপাতালে মারা যান তিনি।

বিভিন্ন ক্ষেত্রে অনন্য অবদান রাখায় অসংখ্য পুরস্কার ও স্বীকৃতিতে ভূষিত হয়েছিলেন স্যার ফজলে হাসান আবেদ। আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা, অশোকা তাকে বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ ব্যক্তিত্ব হিসেবে স্বীকৃতি প্রদান করেছে। তিনি ২০১০ সালে ব্রিটেনের রানী ও ২০১৯ সালে নেদারল্যান্ডসের রাজা কর্তৃক নাইটহুড উপাধিতে ভূষিত হন।

২০১০ সালে জাতিসংঘ মহাসচিব, স্বল্পোন্নত দেশসমূহের উন্নয়নের লক্ষ্যে গঠিত পরামর্শদাতা দলের সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করেন তাকে। তার মৃত্যুবার্ষিকী উপলক্ষে ব্র্যাক ও ব্র্যাক ইউনিভার্সিটি ভার্চুয়াল আলোচনা সভার আয়োজন করবে।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply