দেশের উত্তর আর দক্ষিণ-পশ্চিমের জেলাগুলোতে মৃদু শৈত্যপ্রবাহ

|

উত্তরাঞ্চলসহ দেশজুড়েই বেড়েছে শীতের দাপট

মৃদু শৈত্যপ্রবাহ চলছে দেশের উত্তর আর দক্ষিণ-পশ্চিমের কিছু জেলার ওপর দিয়ে। তবে, রাজধানীসহ আশপাশের জেলাগুলোতে তাপমাত্রা বেড়েছে কিছুটা।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস, আগামি সপ্তাহে আরেকটি মাঝারি শৈত্যপ্রবাহ আসতে পারে। তখন উত্তরাঞ্চলের পঞ্চগড়, ঠাকুরগাঁও, রংপুর, দক্ষিণ-পশ্চিমের যশোর, চুয়াডাঙ্গাসহ বেশ কয়েকটি জেলায় তাপমাত্রা আরও কমে যেতে পারে।

এদিকে, যেসব এলাকায় মৃদু শৈত্যপ্রবাহ চলছে, সেখানকার জনজীবনে এর বিরূপ প্রভাব পড়েছে। রাস্তায় কমেছে লোকজনের চলাচল। কষ্ট বেড়েছে ছিন্নমূল মানুষের। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় রেকর্ড করা হয়েছে ৭.১ ডিগ্রি সেলসিয়াস।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply