রংপুরে অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের হানা, ৮ লাখ টাকা জরিমানা

|

স্টাফ করেসপন্ডেন্ট, রংপুর:

অবৈধভাবে পরিচালনা এবং পরিবেশের জন্য ক্ষতিকর কার্যক্রম করার অপরাধে রংপুরের পীরগঞ্জে চারটি ইটভাটায় অভিযান চালিয়ে আট লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধা র‌্যাবের সহায়তায় এই অভিযান পরিচালনা করেন।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধা জানান, র‌্যাব-১৩, ফায়ার সার্ভিস, পরিবেশ অধিদফতরের সহযোগিতায় পরিবেশের জন্য ক্ষতিকর এবং সরকারিভাবে নিষিদ্ধ বিভিন্ন কার্যক্রম বন্ধে পীরগঞ্জের চারটি ইটভাটায় অভিযান পরিচালনা করা হয়েছে।

তিনি বলেন, এ সময় পীরগঞ্জের অনিক ট্রেডার্স, আরএসবি ব্রিকস, এসএমএস ব্রিকস, এইচএনবি ব্রিকসকে ৮ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এছাড়া কয়েকটি ইটভাটায় পরিবেশের জন্য ক্ষতিকর স্থাপনা ও অবৈধ স্থাপনা ধ্বংস করে দেয়া হয়। তিনি জানান, এই অভিযান অব্যাহত থাকবে।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply