টঙ্গীর বস্তিতে আগুন, ফায়ার সার্ভিসের ৫টি ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে

|

গাজীপুর প্রতিনিধি:

গাজীপুরের টঙ্গীর মিলগেট নামা বাজার বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। বুধবার সন্ধ্যা ৬টার দিকে এ ঘটনা ঘটে।

বস্তির বাসিন্দা মো. সুজন জানায়, সন্ধ্যার দিকে আমি পড়ছিলাম। হঠাৎ আমার ঘরের পেছনের ঘর থেকে আগুনের তাপ আমার ঘরে আসলে তড়িঘড়ি করে ঘর থেকে দৌঁড়ে বের হয়ে যাই।

একই বস্তির মো. দেলু জানায়, আমাদের বস্তিতে বিদ্যুতের লাইন ছড়িয়ে ছিটিয়ে রাখা হয়েছে। তাই, প্রায় সময় আমাদের এ বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

টঙ্গী ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন কর্মকর্তা ইকবাল হাসান জানান, টঙ্গীর মিলগেট নামাবাজার বস্তির রোকসানার ঘর থেকে আগুন লাগে। পাশে থাকা কয়েকটি তুলার গুদামে আগুন ছড়িয়ে পড়ে। গুদামে রক্ষিত বর্জিত তুলা ও আসবাবপত্রে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে টঙ্গী ও উত্তরা ফায়ার স্টেশনের ৫টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে বলা যাবে বলে স্টেশন কর্মকর্তা ইকবাল হাসান জানান। এতে, ১৩টি ঘর ও তিনটি গুদাম ঘর পুড়ে যায়।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply