যুক্তরাজ্যে ছড়াতে শুরু করেছে আরও একটি নতুন বৈশিষ্ট্যের করোনাভাইরাস

|

আজ থেকে শুরু হচ্ছে বিনামূল্যে করোনার অ্যান্টিজেন পরীক্ষা

আরও একটি নতুন বৈশিষ্ট্যের করোনাভাইরাস ছড়াতে শুরু করেছে যুক্তরাজ্যে। লন্ডন এবং ইংল্যান্ডের উত্তর-পশ্চিমাঞ্চলে, সম্প্রতি দক্ষিণ আফ্রিকা ভ্রমণ করে ফেরা দুই ব্যক্তির শরীরে শনাক্ত হয়েছে ভাইরাসটি।

কোভিড নাইনটিনের পর, চলতি সপ্তাহেই নতুন প্রজাতির একটি করোনাভাইরাসের সংক্রমণে ব্রিটেনজুড়ে জারি হয় বাড়তি সতর্কতা। সপ্তাহ না পেরোতেই ভিন্ন বৈশিষ্ট্যের আরেকটি করোনাভাইরাস শনাক্ত হলো দেশটিতে। সংক্রমণ রোধে দক্ষিণ আফ্রিকায় ভ্রমণ নিষিদ্ধের পাশাপাশি, বুধবার থেকে লকডাউনের পরিধিও বাড়িয়েছে ব্রিটিশ সরকার। এছাড়া গেলো দু’সপ্তাহে দক্ষিণ আফ্রিকা থেকে ব্রিটেনে এসেছেন এবং তাদের সংস্পর্শে গেছেন- এমন ব্যক্তিদের তাৎক্ষণিক কোয়ারেন্টাইনে যাওয়ার নির্দেশ দেয়া হয়েছে।

দক্ষিণ আফ্রিকায় এখন কোভিড নাইনটিনের চেয়ে, করোনার তৃতীয় এই প্রজাতির ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যাই বেশি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply