রাশিয়ায় সাবেক রাষ্ট্রপ্রধানদের আজীবন দায়মুক্তি দিয়ে আইন অনুমোদন

|

রাশিয়ায় সাবেক রাষ্ট্রপ্রধানদের আজীবন দায়মুক্তি দিয়ে আইন অনুমোদন করলেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এর ফলে, নিজেদের জীবদ্দশায় কোনো অপরাধের জন্যই বিচারের মুখোমুখি হতে হবে না তাদের।

রাশিয়ার আইনে আগেও প্রেসিডেন্টদের দায়মুক্তির বিধান ছিল; তবে শুধুই ক্ষমতায় থাকা পর্যন্ত। নতুন আইনে ক্ষমতায় না থাকলেও দায়মুক্তির বিধান বলবৎ হবে সকল সাবেক প্রেসিডেন্টের পরিবারের সদস্যদের ওপরও। এছাড়া আইনে, প্রেসিডেন্টরা ক্ষমতা ত্যাগের পর রুশ পার্লামেন্টের উচ্চকক্ষে আজীবন সিনেটর হিসেবে সদস্যপদ পাবেন বলেও উল্লেখ আছে।

চলতি বছর দেশের রাজনৈতিক ব্যবস্থা সংস্কারে, পুতিন প্রশাসনের একের পর এক পদক্ষেপের ধারাবাহিকতায় এলো এ পদক্ষেপ। এর আগে ২০৩৬ সাল পর্যন্ত দেশশাসনে সংবিধান সংশোধন করেন চতুর্থ মেয়াদে ক্ষমতায় থাকা রুশ প্রেসিডেন্ট।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply