ব্রিটেন, দক্ষিণ আফ্রিকার পর নাইজেরিয়ায় মিললো নতুন বৈশিষ্ট্যেসম্পন্ন করোনাভাইরাস

|

ব্রিটেন, দক্ষিণ আফ্রিকার পর নতুন বৈশিষ্ট্যেসম্পন্ন করোনা ভাইরাসের সন্ধান মিললো নাইজেরিয়ায়। বৃহস্পতিবার, বিষয়টি নিশ্চিত করে আফ্রিকান রোগ শনাক্তকরণ ও নিয়ন্ত্রক সংস্থা।

আফ্রিকান রোগ শনাক্তকরণ ও নিয়ন্ত্রক সংস্থা জানায়- নিঃসন্দেহে নতুন এ উদ্ভাবন সতর্কতামূলক। তবে, আরও গবেষণার পরই চূড়ান্ত সিদ্ধান্তে পৌছানো যাবে। কারণ, গেলো সপ্তাহে শনাক্ত হওয়া ভাইরাসগুলো থেকে কিছুটা ব্যতিক্রম এর গতিপ্রকৃতি। এখন পর্যন্ত পাওয়া তথ্য অনুসারে, দু-তিনটি জেনেটিক সিকোয়েন্স থেকে জন্ম এ ভাইরাসের।

সম্প্রতি, দেশটিতে করোনার বিস্তার ৫২ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। নাইজেরিয়ায় ১৩’শর মতো মানুষের মৃত্যু হলেও, সংক্রমিত ৮২ হাজার।

ব্রিটেন এবং দক্ষিণ আফ্রিকায় শনাক্ত হওয়া ভাইরাসটি কোভিড নাইনটিনের তুলনায় দ্রুত এবং সহজে মানুষের মধ্যে সংক্রমণ ছড়াচ্ছে; এ তথ্য জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বিকল্প সমাধান না পাওয়া পর্যন্ত করোনা শিষ্টাচার মেনে চলার তাগিদ ও জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply