তেঁতুলিয়ায় তাপমাত্রা ৯ ডিগ্রি সেলসিয়াস

|

উত্তরের কয়েকটি জেলায় মৃদু শৈত্যপ্রবাহ চলছে। আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৯ ডিগ্রি সেলসিয়াস।

সোমবার ভোরে তীব্র কুয়াশায় ঢাকা থাকছে চারপাশ। সাথে হিম বাতাস। বেলা গড়ালে তাপমাত্রা কিছুটা বাড়ছে। বিকেল আবারও কুয়াশায় ঢাকা পড়ছে প্রকৃতি।

শীতে সবথেকে বেকায়দায় ছিন্নমূল আর খেটে খাওয়া মানুষ। শীতবস্ত্রের অভাবে মানবেতর দিন কাটছে তাদের। হাসপাতালে বেড়েছে শীতজনিত রোগীর সংখ্যা। সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে শিশু আর বৃদ্ধরা।

এদিকে গতকাল লালমনিরহাট জেলায় তাপমাত্রা রেকর্ড করা হয় ১০ দশমিক ৩ ডিগ্রী সেলসিয়াস। পঞ্চগড়সহ উত্তরের কয়েকটি জেলায় অব্যাহত মৃদু শৈত্যপ্রবাহ। গতকাল সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply