জাতির সামনে কঠিন বিপদ আসছে: ডা. জাফরুল্লাহ

|

ফাইল ছবি।

জাতির সামনে কঠিন বিপদ আসছে বলে মন্তব্য করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী। সোমবার দুপুরে ধানমন্ডির গণস্বাস্থ্য নগর হাসপাতালে ‘শীতকালে করোনা প্রতিরোধ ও করণীয়’ এবং শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে এ কথা বলনে তিনি।

ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, সাংবাদিকরা করোনাকালে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। নির্ভীক সচেতন সংবাদ মাধ্যম ছাড়া কখনোই দরিদ্রতা নিরসন হবে না। সমাজের প্রকৃত চিত্র তুলে ধারা আহ্বান জানিয়ে ডা. জাফরুল্লাহ বলেন, দেশে দিন দিন সমস্যা বাড়ছে। যারাই কথা বলতে চাইবে, ডিজিটাল নিরাপত্তা আইনের মাধ্যমে তাদের মুখ বন্ধ করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

প্রতিটি ক্ষেত্রে সুশাসন নিশ্চিত করার পাশাপাশি জনসাধারণকে সম্পৃক্ত না করলে চলমান সংকটের সুরাহা হবে না বলেও মন্তব্য করেনে তিনি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply