সৌদি নারী অধিকারকর্মী লুজেইন আল হাথলুলের ৬ বছরের কারাদণ্ড

|

সৌদি আরবের আলোচিত নারী অধিকারকর্মী লুজেইন আল হাথলুল পেলেন প্রায় ৬ বছরের কারাদণ্ড। সোমবার, রিয়াদের বিশেষ অপরাধ আদালত এই রায় দেন। দেশবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে এ সাজা দেয়া হয় তাকে।

নারীদের গাড়ি চালানোর অধিকার ইস্যুতে ব্যাপক সোচ্চার ছিলেন লুজেইন। রাষ্ট্র বিরোধী সংগঠনের সাথে যোগাযোগের দায়ে ২০১৮ সালে লুজেইনসহ আরও কয়েকজন মানবাধিকার কর্মীকে আটক করে সৌদি প্রশাসন। আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক সমালোচিত হয় এ ঘটনা।

গত আড়াই বছর ধরেই কারাগারে আছেন লুজেইন। সৌদি আদালতের রায়ে নিন্দা জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিশেষজ্ঞরা। লুজেইনের সাজা বাতিল ও মুক্তির দাবিতে বিবৃতি দিয়েছেন ইউরোপ-আমেরিকার বিভিন্ন মানবাধিকার সংস্থা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply