গভীর সমুদ্র বন্দর মাতারবাড়িতে ভিড়েছে প্রথম বিদেশি জাহাজ

|

কক্সবাজারের মাতারবাড়িতে নির্মাণাধীন দেশের প্রথম গভীর সমুদ্র বন্দর প্রকল্পের জেটিতে ভিড়েছে বিদেশি জাহাজ। পানামার পতাকাবাহী ১২০ মিটার দৈর্ঘ্যের ও সাড়ে ৯ হাজার টন ওজন ক্ষমতাসম্পন্ন জাহাজ ‘ভেনাস ট্রায়াম্প’ সকালে বন্দরের প্রথম অস্থায়ী জেটিতে পৌঁছে।

এর ড্রাফট বা ডুবন্ত অংশ সাড়ে ৫ মিটার অন্যদিকে বন্দর চ্যানেলের গভীরতা সাড়ে ১৮ মিটার। ২২ ডিসেম্বর ইন্দোনেশিয়া থেকে মাতারবাড়ির কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য ইলেকট্রনিক যন্ত্রাংশ নিয়ে রওনা দেয় জাহাজটি।

পোর্ট কর্মকর্তারা জানান, চট্টগ্রাম বন্দরের জলসীমা মাতারবাড়ি পর্যন্ত বিস্তৃত। তাই পোর্ট অফ কল ধরা হবে চট্টগ্রাম বন্দর থেকে। জাহাজের বিভিন্ন ধরনের মাসুল আদায় করবে চট্টগ্রাম বন্দর।

মাতারবাড়িতে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের জন্য কৃত্রিম চ্যানেল খনন করে জাহাজ ভেড়ানোর কাজ শুরু হয়েছিল। পরে সেটিকে সমুদ্র বন্দরের রূপ দিতে কাজ শুরু করে সরকার। প্রকল্পটি শেষ হওয়ার কথা ২০২৬ সালের মধ্যে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply