অবশেষে ব্রেক্সিট পরবর্তী চুক্তিতে অনুমোদন দিলো ইউরোপীয় ইউনিয়নের সব দেশ

|

অবশেষে ব্রেক্সিট পরবর্তী চুক্তিতে অনুমোদন দিলো ইউরোপীয় ইউনিয়নের সব দেশ। বুধবার যুক্তরাজ্যের সাথে চুক্তিতে সই করবে ইইউ। ব্রিটেনের সাথে জোটের ২৭ দেশের সম্পর্ক নির্ধারিত হবে এই চুক্তির মাধ্যমে।

ইইউ-ব্রিটেন বাণিজ্য ও সহযোগিতা বিষয়ক চুক্তিটিতে সই করবেন ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট ও ইইউ নেতাদের চেয়ারম্যান। এরপর ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের স্বাক্ষরের জন্য লন্ডনে পাঠানো হবে চুক্তিটি। চুক্তিকে ঐতিহাসিক বলে উল্লেখ করা হয় কমিশনের এক বিবৃতিতে। চুক্তিতে স্বস্তি প্রকাশ করেছেন অনেকে ব্রিটিশ নেতা। ১ জানুয়ারি কার্যকর হবে চুক্তিটি।

এদিকে, তুরস্কের সাথে মুক্ত বাণিজ্য চুক্তি করেছে ব্রিটেন। মঙ্গলবার দুই দেশের বাণিজ্যমন্ত্রী স্বাক্ষর করেন চুক্তিতে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply