উহানে কোভিড নাইনটিন সংক্রমিত হন ৫ লাখ মানুষ

|

করোনাভাইরাসের কথিত উৎপত্তিস্থল উহানে ৫ লাখ মানুষ কোভিড নাইনটিন সংক্রমিত হন। চীনের রোগ নিয়ন্ত্রক সংস্থা- সিডিসির নতুন এক গবেষণায় বেরিয়ে এলো বিস্ফোরক তথ্য।

বিবৃতিতে বলা হয়, অতীতে প্রকাশিত সংখ্যার তুলনায় এটি ১০ শতাংশ বেশি। উহানের ৩৪ হাজার মানুষের পাশাপাশি হুবেই প্রদেশ-বেইজিং-সাংহাই এবং ৪টি প্রদেশের মানুষের কাছে থেকে এই গবেষণার জন্য নমুনা সংগ্রহ করে সিডিসি।

প্রতিবেদনে আরও জানানো হয়, অ্যান্টিবডি তৈরির হার ৪ দশমিক চার তিন শতাংশ।চীনের সরকারের দাবি ছিলো- মহামারির উৎসস্থল হিসেবে পরিচিত শহরটিতে আক্রান্ত হয়েছিলেন ৫০ হাজার ৩৫৪ জন।

দীর্ঘদিনের আবেদনের প্রেক্ষিতে, নতুন বছরের জানুয়ারি মাসে- আন্তর্জাতিক গবেষক দলকে উহানে তদন্ত পরিচালনার অনুমতি দিয়েছে শি জিনপিং সরকার। এর আগেই, প্রকাশিত হলো সাড়া জাগানো এই গবেষণা প্রতিবেদন। উহানের মোট জনসংখ্যা এক কোটি ১০ লাখের মতো।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply