নাটোরে বিএনপির ১৪ নেতা-কর্মী কারাগারে

|

স্টাফ রিপোর্টার, নাটোর:

নাটোর শহরের তেবাড়িয়া এলাকার আলোচিত রাকিব, রায়হান ও রাজিব হত্যার পৃথক দু’টি মামলায় বিএনপির ১৪ নেতা-কর্মিকে কারাগারে পাঠিয়েছে আদালত। বুধবার দুপুরে তাদের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানো হয়।

আদালত সূত্রে জানা যায়, ২০১৪ সালের ৫ জানুয়ারি শহরের তেবাড়িয়া এলাকায় বিএনপি ও আওয়ামী লীগ সংঘর্ষে রাকিব ও রায়হান এবং ২০১৫ সালের ২৯ আগস্ট একই এলাকায় রাজিব নিহত হন। এসব ঘটনায় বিএনপির অসংখ্য নেতা-কর্মীর বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছিল।

সেই মামলায় বুধবার দুপুরে জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আসাদুজ্জামান আসাদ ও ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি দুলাল ব্যাপারীসহ বিএনপির সহযোগী সংগঠনের ১৪ নেতা-কর্মী অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট গোলজার রহমানের আদালতে হাজির হয়ে জামিনের আবেদন জানান। শুনানি শেষে বিচারক জামিন না মঞ্জুর করে প্রত্যেককে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply