করোনার নমুনা সংগ্রহের কক্ষের পাশেই শিশুদের দেওয়া হচ্ছে টিকা!

|

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:

সারা বিশ্ব যখন করোনাভাইরাসের মহামারিতে দিশেহারা। এই মহামারি থেকে রক্ষায় সব কিছু যখন সীমিত পরিসরে চলছে, সেখানে ২৫০ শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে করোনাভাইরাস শনাক্ত করতে অ্যান্টিজেন টেস্ট সেন্টারের পাশেই দেওয়া হচ্ছে শিশুদের হাম-রুবেলার টিকা। এতে করে ঝুঁকিতে রয়েছে হাসপাতালে টিকা নিতে আসা শিশুরা।

সরেজমিনে ২৫০ শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে গিয়ে দেখা যায়, শিশুদের তার মায়েরা লাইনে দাঁড়িয়ে হাম-রুবেলার টিকা দিচ্ছে। টিকা প্রদানের স্থানটি স্থাপন করা হয়েছে করোনার নমুনা সংগ্রহ বুথের ভেতরেই। আগে এই বুথে করোনার নমুনা সংগ্রহ করা হতো। করোনাভাইরাস শনাক্ত করতে অ্যান্টিজেন টেস্ট শুরু করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। সেই
অ্যান্টিজেন টেস্ট সেন্টারটি মাত্র ১০ গজের ভেতরেই গত ১২ ডিসেম্বর থেকে দেওয়া হচ্ছে শিশুদের হাম-রুবেলার টিকা।

এই টিকাদান কেন্দ্রের ভেতরে ও পাশ দিয়ে করোনাভাইরাসের নমুনা দিতে আসা রোগীরা ঘুরাঘুরি করছে। ফলে করোনা আক্রান্তের ঝুঁকিতে রয়েছে হাম-রুবেলার টিকা নিতে আসা শিশু ও তার পরিবারের সদস্যরা।

এই বিষয়ে জানতে চাইলে নাম প্রকাশে অনিচ্ছুক এক টিকাদান কর্মসূচির স্টাফ জানান, আমরা কী করতে পারি। হাসপাতাল কর্তৃপক্ষ যেখানে বলেছে, আমরা সেখানেই টিকা দিচ্ছি। আমাদের তো আর করার কিছু নেই।

এই ব্যাপারে ২৫০ শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. শওকত হোসেন বলেন, হাম-রুবেলার টিকার স্থান হাসপাতালের ভেতরে অন্যত্র ছিল। রোগীর চাপ থাকায় এটি বাইরে স্থাপন করা হয়েছে।

তিনি আরও বলেন, এই টিকা প্রদানে পরিচালনার দায়িত্ব পৌরসভার। আমাদের লোকজন শুধু সহায়তা করে। এটি এখনই অন্যত্র সরিয়ে ফেলার জন্য বলা হচ্ছে।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply