‌দৌলত‌দিয়ায় এক কাতলের দাম ৩৫ হাজার টাকা

|

রাজবাড়ীর দৌলতদিয়ার পদ্মা ও যমুনা নদীর মোহনায় আক্কাস মোল্লা নামের এক জেলের জালে ধরা পড়েছে বিশাল আকৃতির ২০ কেজি ৫শ গ্রাম ওজনের এক‌টি কাতল মাছ। যার মূল্য দাঁড়িয়েছে প্রায় ৩৫ হাজার টাকা।

শুক্রবার ভো‌রে মাছ‌টি ওই জেলের জালে ধরা পড়ে। এদিন সকালে মাছ‌টি দৌলত‌দিয়া ঘাটের নাটু মোল্লার আড়‌তে বি‌ক্রি কর‌তে আনলে ঘাটের মাছ ব্যবসায়ী মো. চান্দু মোল্লা একটু লাভের আশায় ১৬০০ টাকা কেজি দ‌রে ৩২ হাজার ৮০০ টাকায় কিনে নেন। পরে তিনি ১৭শ টাকা কেজি দরে ৩৪ হাজার ৮৫০ টাকায় ঢাকায় মাছ‌টি বি‌ক্রি করেন। এসময় মাছটি দেখ‌তে ভিড় করেন স্থানীয়রা।

মাছ ব্যবসায়ী মো. চান্দু মোল্লা জানান, এখন নদী‌তে প্রায়ই বড় বড় মাছ ধরা পড়ছে। মাছ ধরা পড়ার পর জেলেরা দে‌ৗলত‌দিয়া ঘাটের আড়‌তে বি‌ক্রি কর‌তে আ‌নে। তখন তারা আড়তের মাধ্যমে কিনে সামান্য লাভে ঢাকাসহ বিভিন্নস্থানে যোগা‌যোগ ক‌রে বি‌ক্রি করেন। আজকের ২০ কেজি ৫শ গ্রাম ওজনের কাতল‌টি ১৬০০ টাকা কেজি দ‌রে কিনে ১৭০০ টাকা কেজি দ‌রে বি‌ক্রি করেছেন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply