করোনা প্রতিরোধে ফাইজার বায়োএনটেকের টিকার স্বীকৃতি দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

|

করোনা প্রতিরোধে ফাইজার বায়োএনটেকের টিকার স্বীকৃতি দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বৃহস্পতিবার এক বিবৃতিতে এ সিদ্ধান্ত জানিয়েছে সংস্থাটি। করোনা মহামারি ছড়িয়ে পড়ার পর এই প্রথম কোনো টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থার ছাড়পত্র পেলো।

এর ফলে অনুন্নত ও উন্নয়নশীল দেশগুলোতেও টিকাটি অনুমোদনের পথ তৈরি হলো। এছাড়া ইউনিসেফসহ বিভিন্ন সংস্থাও প্রয়োজন অনুযায়ী পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কাছে টিকা পৌঁছে দেয়ার পদক্ষেপ নিতে পারবে। বিশ্বের প্রথম দেশ হিসেবে এক মাস আগে ফাইজার টিকা ব্যবহারের অনুমোদন দেয় যুক্তরাজ্য। ৮ ডিসেম্বর থেকে ভ্যাকসিন প্রয়োগ শুরু হয় দেশটিতে। এরপর যুক্তরাষ্ট্র, কানাডাসহ আরও অনেক দেশেই ব্যবহারের অনুমোদন দেয়া হয়।

মার্কিন প্রতিষ্ঠান ফাইজার ও জার্মানির বায়োএনটেকের উদ্ভাবিত টিকা ৯৫ শতাংশ কার্যকর বলে প্রমাণিত হয়েছে ট্রায়ালে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply