মুম্বাই হামলার পরিকল্পনাকারী পাকিস্তানে গ্রেফতার

|

মুম্বাই হামলার অর্থায়নে মূল হোতা পাকিস্তানে গ্রেফতার

মুম্বাই হামলার পরিকল্পনাকারী লস্কর-ই তৈয়বার নেতা জাকি-উর-রেহমান লাখভিকে গ্রেফতার করেছে পাকিস্তান। শনিবার এ তথ্য জানানো হয়।

ইসলামাবাদ বলছে, নির্দিষ্ট কোন হামলা নয়, জঙ্গিবাদে অর্থায়নের অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে।

তবে যুক্তরাষ্ট্র এবং ভারতের অভিযোগ ২০০৮ সালে মুম্বাইয়ে ভয়াবহ হামলার অন্যতম পরিকল্পনাকারী ছিলো লাখভি। এ অভিযোগ নাকোচ করে দিয়েছে পাকিস্তান।

দেশটির দাবি, মুম্বাই হামলায় জাকি-উর-রেহমানের জড়িত থাকার উপযুক্ত কোন প্রমাণ দিতে পারেনি নয়াদিল্লি।

জাতিসংঘের নিরাপত্তা পরিষদ বলছে, শুধু ভারত-পাকিস্তানেই নয়, লস্কর-ই তৈয়বার এই নেতা কার্যক্রম চালিয়ে আসছে ইরাক, আফগানিস্তান, বসনিয়াসহ বেশ কয়েকটি দেশ এবং অঞ্চলে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply